Home ব্রেকিং দনিয়া কলেজে ভালোবাসায় সিক্ত গভর্নিং বডির সভাপতি রিপন

দনিয়া কলেজে ভালোবাসায় সিক্ত গভর্নিং বডির সভাপতি রিপন

37
0
SHARE

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মচারী-কর্মকর্তাদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

শনিবার (১ অক্টোবর) বিকেলে ঢাকার ঐতিহ্যবাহী দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে গণসংবর্ধনার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

এ সময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রীদের প্রতিনিধিদলের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত সভাপতিকে ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রীও দেওয়া হয়।

এর পর সন্ধ্যায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ এবং তার অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড শাখার নেতাকর্মীরা কামরুল হাসান রিপনকে শুভেচ্ছা জানান।

গণসংবর্ধনা অনুষ্ঠানে কামরুল হাসান রিপন বলেন, ‘আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সৎ ও ন্যায়ের পক্ষে থেকে কলেজ ও তার শিক্ষার মান উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করব।’

কলেজের অধ্যক্ষ আলমগীর মিয়া বলেন, ‘ঠিক এক বছর আগে আজকের দিনেই কামরুল হাসান রিপন সাহেবের সাথে আমার পরিচয়। তার মতো একজন সৎ, মেধাবী এবং পরিশ্রমী সভাপতি পেয়ে আমরা আনন্দিত।’

image_pdfimage_print