Home জাতীয় বিজ্ঞান ও নৈতিকতা একসূত্রে গাঁথা : চট্টগ্রামে মুনীর চৌধুরী

বিজ্ঞান ও নৈতিকতা একসূত্রে গাঁথা : চট্টগ্রামে মুনীর চৌধুরী

42
0
SHARE

পরিক্রমা ডেস্ক : চট্টগ্রামের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট থেকে এসব অনুদান বিজ্ঞান ও প্রযুক্তি সামগ্রী ক্রয়ের জন্য দেয়া হয়েছে। আজ (১০/১০/২০২২ খ্রী:) নাসিরাবাদস্থ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, ইস্পাহানি পাবলিক স্কু্ল এন্ড কলেজসহ মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদানের চেক হস্তান্তর করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ অধ্যাপক তাহমিনা আক্তার নূর এবং ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে উক্ত কলেজের অধ্যক্ষ লে: কর্নেল (অব:) মো: মইনুল ইসলাম চৌধুরী চেক গ্রহণ করেন। এর মধ্যে মহিলা কলেজকে ৫ লক্ষ টাকা, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজকে ৩ লক্ষ টাকা এবং ২টি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা প্রদান করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত বিজ্ঞান সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানকে বিজ্ঞান সামগ্রী দিয়ে সমৃদ্ধ করতে হবে। মুখস্থ বিদ্যার বিজ্ঞান শিক্ষার যুগ বিদায় নিয়েছে, এখন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বিজ্ঞান শেখার সুবর্ণ সময়। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চেতনায় উদ্বুদ্ধ করতে জাতীয় বিজ্ঞান জাদুঘর দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবগুলোকে আর্থিক ও কারিগরী সহায়তা দিয়ে যাচ্ছে। বিশেষ করে পরিবেশ দূষণ রোধ এবং খাদ্যে ভেজাল নির্মূলসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার অপরিহার্য হবে। সততা ও নৈতিকতায় দৃঢ় না হলে প্রযুক্তি কোন সুফল বয়ে আনবে না। জ্ঞানার্জনের সমান্তরালে নৈতিক মানোন্নয়নে শিক্ষার্থীদের পেছনে শিক্ষকদের প্রচুর সময় ও শ্রম দিতে হবে, নতুবা সভ্যতার সংকটে সব নিষ্ফল হয়ে যাবে”।

image_pdfimage_print