Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:-এ আজকের শেয়ারবাজার

79
0
SHARE

পরিক্রমা ডেস্ক : আজ (১১.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬৮টি কোম্পানীর ১৫ কোটি ৫৬ লক্ষ ৮৩ হাজার ৪১৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০১০ কোটি ৩৫ লক্ষ ২৮ হাজার ৪৫৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে ৬৪৪৯.৯২ পয়েন্ট, ডিএস—৩০ মূল্য সূচক ৪.০৮ পয়েন্ট কমে ২৩১০.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৮৪ পয়েন্ট কমে ১৪১৫.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:- অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিঃ, ইস্টার্ন হাউজিং, সোনালী পেপার, ইন্দো-বাংলা ফার্মা, বিএসসি, জেএমআই হসপিটাল, বিবিএস, পেপার প্রসেসিং ও সী পার্ল বীচ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- সী পার্ল বীচ, অ্যাপেক্স ফুড, মনোস্পুল পেপার, ইন্দো-বাংলা ফার্মা, পেপার প্রসেসিং, তমিজুদ্দিন টেক্সটাইল, অ্যাপেক্স স্পিনিং, অরিয়ন ইনফিউশন, সোনালী পেপার ও ইস্টার্ন হাউজিং।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- পেনিনসুলা চিটাগং, নাভানা সিএনজি, আফতাব অটোস, বসুন্ধরা পেপার, বিএসসি. ন্যাশনাল পলিমার, আরএসআরএম স্টিল, এডিএন টেলিকম, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স ও বিবিএস।

আজ ডিএসই’র বাজার মূলধন:— ৭৭২০৭০৪৪১৭৫১১.০০

image_pdfimage_print