Home জাতীয় শেখ রাসেল দিবস: দুঃস্থ শিশুদের খাওয়ালো বিজ্ঞান জাদুঘর

শেখ রাসেল দিবস: দুঃস্থ শিশুদের খাওয়ালো বিজ্ঞান জাদুঘর

46
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (১৮.১০.২০২২ খ্রি.) ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষ্যে রাজধানীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও অনাথ শিশু শিক্ষার্থীদের নিয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী, ‘বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । আজ সারাদিন শিশু-কিশোর ও দর্শনার্থীদের জন্য বিনা টিকেটে বিজ্ঞান জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়। ডিজিটাল ব্যানার স্থাপন করা হয় প্রধান দুটি তোরণে। শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করেন। এছাড়া শিশু-কিশোরদের নিয়ে বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছোট শিশুরা গানও পরিবেশন করে। তাদের প্রাণ চাঞ্চল্যে জাদুঘরের পরিবেশ প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে উঠে। এ অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শেখ রাসেল ছিল অদম্য, দুরন্ত ও প্রাণচাঞ্চল্যে ভরপুর একজন শিশু। শেখ রাসেল বেঁচে থাকলে বিজ্ঞানী, গবেষক বা দেশের কাণ্ডারী হতেন। তোমাদের পড়াশোনা করে ও জ্ঞানার্জন করে বড় হতে হবে। তোমরা আগামীতে বিজ্ঞানী, গবেষক ও চিকিৎসক হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে দেশকে সমৃদ্ধ করবে।” অনুষ্ঠান শেষে দুঃস্থ শিশুদের হাতে নানা উপহার সামগ্রী ও খাবার তুলে দেয়া হয়।

image_pdfimage_print