
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন থানার সম্মেলনকে ঘিরে নেতা কর্মীরা ব্যাপক শোডাউন করেছে, ঢাকা মহানগরের অলি গলি রাস্তা ঘাটে নেতা কর্মীদের বিভিন্ন পোস্টার, ফেষ্টুন, ব্যানার, বিলবোট, তোরণ চোখে পড়ে ৷ শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রমনা ও শাহবাগ থানা আওয়ামী লীগের সম্মেলনে নেতা কর্মীরা ঢাকার রাজপথে ব্যাপক শোডাউন করেছে, এবারের সম্মেলনে শাহবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ বেলাল আহমেদ চঞ্চল পাটোয়ারী ব্যানার, ফেষ্টুন বিলবোট, তোরণ, বড় বেলুন ঢাকার রাজপথ ছেয়ে গেছে, তিনি এক সাক্ষাতকারে বলেন, আমি এবং আমার পরিবার জন্ম থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আমার পরিবার বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন, আমি বিএনপি জামাতের সময় মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি, কখনো রাজপথ ছারি নাই, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সারা জীবন একজন কর্মী হিসেবে রাজপথে থাকবো, চঞ্চল পাটোয়ারী আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সব সময় আমি নিবেদিত, আশা রাখি দল আমাকে মূল্যায়ন করবে ৷