Home ব্রেকিং মোহনপুরে ডায়াবেটিক হাসপাতাল করবেন মায়া চৌধুরী

মোহনপুরে ডায়াবেটিক হাসপাতাল করবেন মায়া চৌধুরী

39
0
SHARE

চাঁদপুরের মোহনপুরে ডায়াবেটিক হাসপাতাল করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। সোমবার (৩১ অক্টোবর) সকালে জেলার আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের ২০২২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ডায়াবেটিস মরণব্যাধি। তাই আমি আপনাদের জন্য মোহনপুরে একটি ডায়াবেটিক হাসপাতাল করব। এখানে মায়ের নামে আমি হাসপাতাল করেছি, বাবার নামে কলেজ করেছি বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় মায়া চৌধুরী বলেন, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালিয়ে দিতে হবে। বাবা-মায়েরা কষ্ট করে সন্তানদের লেখাপড়ার খরচ জোগান উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভালো করে লেখাপড়া করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, ইলিয়াছুর রহমান, ছেংগারচর পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরিফ, সদস্য আহার চৌধুরী, ছেংগারচর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, কলাকান্দা ইউনিয়ন চেয়ারম্যান সুবহান সরকার সুভা, সাবেক চেয়ারম্যান ও ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শরীফ উল্লাহ সরকার, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেহান নেতা, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাফিজ তপদার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, সাবেক সদস্য রহমত উল্লাহ সরকার লিখন, মোহনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাহিন চৌধুরী, সাধারণ সম্পাদক ওলি উল্লাহ, পশ্চিম ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মেহেদী হাসান কাজল, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য সদরুল আমিন প্রধান, আরিফুল ইসলাম লিখন জোবায়ের জনি প্রমুখ।

image_pdfimage_print