
নিজস্ব প্রতিবেদক ৫ নভেম্বর, ২০২২ নভেম্বর আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন ও সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ যুবলীগের অন্তর্ভুক্ত ৪৫ নম্বর ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার গেন্ডারিয়া সিমান্ত খেলাঘর অডিটিরামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আলী আকবর বাবুল। সভায় সভাপতিত্ব করেন ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান রবিন এবং সঞ্চালনা করেন ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি লুৎফর রহমান লিটন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার রিয়াজ আহমেদ ফালান, ও গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সদ্য-সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবীব হীরা সহ ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দরা।
বক্তব্যে প্রধান অতিথি আলী আকবর বাবুল বলেন, ‘গৌরব, ঐতিহ্য, ইতিহাস ও সংগ্রামে যুবলীগের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তীতে যুবলীগের কথা বলতে এসেছি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কথা বলতে এসেছি। আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি হবে। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবকদের নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। যুবসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যুব মহাসমাবেশে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সেই মহাসমাবেশ সফল করতে ৪৫ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত হতে হবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বক্তব্য ও দিকনির্দেশনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না।
তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াত ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী চক্র মানুষ হত্যা ও দেশের শান্তির পরিবেশ নষ্ট করতে সন্ত্রাসী কার্যক্রমের নীলনকশা ফাঁদছে। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের সোচ্চার থেকে ১১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিকনির্দেশনা নিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নেতৃত্বে ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে বিএনপি-জামায়াতকে প্রতিহত করার প্রস্তুতি নেব।’ বর্ধিত সভা শেষে যুব মহাসমাবেশ সফল করতে একটি মিছিলও করে যুবলীগের নেতাকর্মীরা। এ সময় এলাকাবাসী হাত নেড়ে, করতালি দিয়ে মিছিলকারীদের সমর্থন জানায়।