Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

34
0
SHARE

পরিক্রমা ডেস্ক : আজ (০৯.১১.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৬টি কোম্পানীর ১৪ কোটি ৭৪ লক্ষ ১২ হাজার ২৯৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০১৮ কোটি ৮৫ লক্ষ ৩১ হাজার ৬৩৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৩৩.৯৬ পয়েন্ট কমে ৬৩৫০.১৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১১.৪৭ পয়েন্ট কমে ২২৩১.২৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.২৩ পয়েন্ট কমে ১৩৮৬.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ৩৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:- জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, বিএসসি, ইস্টার্ন হাউজিং, আইটিসি, ইন্ট্রাকো রিফুয়েলিং, লুব-রেফ ও ম্যাকসন স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- চাটার্ড লাইফ ইন্সুঃ, এপেক্স ফুডস, মনোস্পুল পেপার, সোনালি আঁশ, জেনেক্স ইনফোসিস, পেপার প্রসেসিং, কোহিনুর কেমিক্যাল, প্রগতি লাইফ ইন্সুঃ, বসুন্ধরা পেপার ও তমিজউদ্দিন টেক্সটাইল। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- সমরিতা হাসপাতাল, ইস্টার্ন কেবলস্, নাভানা ফার্মা, মালেক স্পিনিং, লুব-রেফ, ওরিয়ন ইনফিউশন, মির আখতার হোসাইন লিঃ, সী পার্ল, ইস্টার্ন হাউজিং ও ম্যাকসন স্পিনিং। আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭১৬৩২৫৬৪৯৪৬৫.০০

image_pdfimage_print