Home ক্যাম্পাস খবর শিক্ষাঅনুরাগী কে এম জাকেরুল ইসলাম সাহেবের উদ্ধগে গরীব অসহায় ছাত্র ছাএীদের মাঝে...

শিক্ষাঅনুরাগী কে এম জাকেরুল ইসলাম সাহেবের উদ্ধগে গরীব অসহায় ছাত্র ছাএীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ…

40
0
SHARE

চট্টগ্রাম প্রতিনিধিঃ মানবতার জয় গানে স্বপ্ন আঁখি সকল প্রাণী, ইসলামপুরের অন্যতম একজন রাজনীতিবিদ গরিব দুঃখী মানুষের পরম বন্ধু মানবতার ফেরিওয়ালা কাশবন এক্সপ্রেসের (স্বত্বাধিকার) জনাব কে এম জাকেরুল ইসলাম বস 🤎,,,,,,,,,, দোয়া ও ভালোবাসা রইলো ,,,,,,,,, এভাবে মানুষের পাশে দাড়িয়ে আপনি আপনার কাজে এগিয়ে যান সফলতা একদিন ঠিকই আসবে ইনশাআল্লাহ,,,,,,,,

রাঙ্গুনীয়া উপজেলার ইসলাম পুর ইউনিয়ন ও ১নং রাজানগর ইউনিয়নে অবস্হিত ৪টি মাদ্রাসা, হযরত সাদেক শাহ দাখিল মাদ্রাসা, শাহ মজিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, ঠান্ডাছড়ি শাহ মজিদিয়া ইসলামী এবতেদায়ী মাদ্রাসা, ভরণছড়ি হযরত ওমর ফারুক সুন্নিয়া মাদ্রাসা র, গরিব অসহায় ২শতাধিক শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সৌদি আরব রিয়াদ শাখার সম্মানিত সভাপতি, রাংঙুনিয়া উপজেলা যুবলীগ নেতা কে এম জাকেরুল ইসলাম জাকেরুল এর সৌজন্যেই নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কে এম জাকেরুল ইসলাম এই শিক্ষা সহায়তা প্রদান প্রতিনিয়ত থাকবে, সবার জন্য দোয়া করেছেন এবং দোয়া চেয়েছে।

image_pdfimage_print