Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে ঢাবি শিক্ষার্থীরা: বিজ্ঞান ও নৈতিকতায় জীবন গড়ো

বিজ্ঞান জাদুঘরে ঢাবি শিক্ষার্থীরা: বিজ্ঞান ও নৈতিকতায় জীবন গড়ো

34
0
SHARE

পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আজ (১৩/১১/২০২২ খ্রি.) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করেছে। ব্যান্সডক এ প্রশিক্ষণরত ৭০ জনের এ শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক বিজ্ঞান বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ পড়াশোনায় কঠোর মনোনিবেশ করে তোমাদের আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সততার বিকল্প নেই, আজীবন সৎ পথে চলতে হবে, সততার আদর্শ ধারণ করে বেঁচে থাকতে হবে। ভবিষ্যৎ কর্মজীবন বা পেশাগত জীবনে লোভ-লালসা পরিহার করতে হবে। ভোগবাদী জীবন সারা পৃথিবীকে অস্থির করে দিচ্ছে, দূর্নীতির বিষবাষ্প ছড়াচ্ছে, সমাজকে ওলটপালট করে দিচ্ছে, যে কারণে মানুষের নৈতিকতা ভঙ্গুর হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্ম হিসেবে দেশ পরিচালনার দায়িত্ব ভবিষ্যতে তোমাদের নিতে হবে। মানুষের প্রতি মানবিক হবে, সেবামুখী হবে এবং স্রষ্টার প্রতি অনুগত হবে। পরিবেশ বিপর্যয় রোধে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।” পরিদর্শনকালে শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান ফোর-ডি মুভি প্রদর্শনীর আয়োজন করা হয় এবং শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বিজ্ঞান জাদুঘরে স্থাপিত টাইটানিক জাহাজে আরোহণ করে। পরে এক বিজ্ঞান বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

image_pdfimage_print