Home ক্যাম্পাস খবর ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

34
0
SHARE

পরিক্রমা ডেস্ক : ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) ১৬ নভেম্বর, ২০২২ তারিখে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট এর কম্পিউটার ব্যবহারিক শ্রেণীকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের নিয়ে “Advanced IT Skills for Professionals” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

অনু্ষ্ঠানটির সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান (পরিচালক, আইকিউএসি—ডিইউ) স্বাগত বক্তব্য প্রদান করেন। অধ্যাপক ড. এ.টি.এম সামছু্জ্জোহা (অতিরিক্ত পরিচালক, ইটিএল, আইকিউএসি—ডিইউ) কর্মশালাটি সঞ্চালনা করেন।

কর্মশালায় “Prospects and Challenges of Fourth Industrial Revolution (4IR)” বিষয়ে ড. বি এম মইনুল হোসেন (অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়), “People: The Neglected Factor In Cyber Security (Security Awareness)” বিষয়ে ড. মোহাম্মদ শফিউল আলম খান (অধ্যাপক এবং পরিচালক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়), “Advanced Word Processing” বিষয়ে ড. আহমেদুল কবীর (সহযোগী অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং জনাব আব্দুস সাত্তার (সহকারী অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়) আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রথমবারের মতো “Prospects and Challenges of Fourth Industrial Revolution (4IR)” এবং “People: The Neglected Factor In Cyber Security (Security Awareness)” বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য যে, Centre of Excellence in Teaching & Learning (CoETL) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক Excellence in Teaching-Learning (ETL) হিসেবে যাত্রা শুরু করার পর প্রথমবারের মতো “Advanced IT Skills for Professionals” শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। মূলত পূর্বের CoETL এর কর্মপরিধি অনুসরণে ETL, Institutional Quality Assurance Cell (IQAC), DU ধারাবাহিকভাবে উচ্চ শিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা, বিশেষ বক্তৃতা আয়োজন করবে।

image_pdfimage_print