Home জাতীয় অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্লাটফর্ম এর কার্যাবলী ও লেনদেন পদ্ধতি’র উপর সচেতনতামূলক...

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্লাটফর্ম এর কার্যাবলী ও লেনদেন পদ্ধতি’র উপর সচেতনতামূলক প্রোগ্রাম

30
0
SHARE

পরিক্রমা ডেস্ক : পণ্য বৈচিত্রপূর্ণ পুঁজিবাজারের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিত্য নূতন প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই পরিক্রমায় মূল মার্কেটের পাশাপাশি অন্যান্য অংশীদারদের পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সম্ভাবনাময় অর্থনীতিতে অসামান্য অবদান রাখার সুযোগ করে দিতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) এর কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
এটিবি প্লাটফর্ম শুরুর প্রারম্ভিক প্রক্রিয়া হিসেবে প্রচারণামূলক ও অংশীদারদের জন্য গতকাল ১৬.১১.২০২২ তারিখে ভাচুর্য়াল প্লাটফর্ম জুমে “এটিবি প্লাটফর্মের কার্যাবলী এবং ট্রেডিং সিস্টেম সম্পর্কে সচেতনতা প্রোগ্রাম” নামক একটি পণ্য পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে ৫০০ জনের অধিক অংশিদার অংশগ্রহণ করেন।

উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ প্রোগ্রামে স্বাগত বক্তব্য রাখেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ।

প্রোগ্রামের মূল প্রবন্ধে পণ্য পরিচিতি, সুযোগ-সুবিধা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন ডিএসই’র হেড অফ প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলাপমেন্ট জনাব সাইয়িদ মাহমুদ জুবায়ের।

উল্লেখ্য যে, এটিবিতে অতালিকাভুক্ত শেয়ার, ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, ডেবট সিকিউরিটিজ, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড তালিকাভুক্ত হয়ে লেনদেনসহ পুঁজিবাজারের অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে।

 

image_pdfimage_print