Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় কোকা-কোলা বাংলাদেশ বেভারেজস এর ‘এসআইপি উইথ কোক’ শীর্ষক...

নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় কোকা-কোলা বাংলাদেশ বেভারেজস এর ‘এসআইপি উইথ কোক’ শীর্ষক ক্যাম্পাস এনগেজমেন্ট ইভেন্টের আয়োজন

36
0
SHARE

পরিক্রমা ডেস্ক : আজ ১৭নভেম্বর, ২০২২ কোকা কোলা বাংলাদেশ নর্থ সা উথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য তাদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রাম কোকা-কোলা এসআইপি (স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম) উপস্থাপন করে।

এ ইন্টার্নশিপ প্রোগ্রাম হবে ৩ থেকে ৬ মাসব্যাপী একটি প্রোগ্রাম যেখানে ছাত্ররা কোকা কোলার অসাধারণ কার্যকলাপের সাথে পরিচিত হবে। তারা মেন্টরশিপ প্রোগ্রাম, বহুমুখী দক্ষতা উন্নয়ন কার্যক্রম, হাতে কলমে শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জন করবে। আচারাও বিশ্বজুড়ে বিশ্ব-মানের নেতাদের সাথে সংযোগ স্থাপনের নেটওয়ার্কিং সুযোগের মাধ্যমে যাত্রা শুরু করতে পারবে। এই শেখার প্রোগ্রামটি ২য়, ৩য় বর্ষের শিক্ষার্থী এবং স্নাতকদের জন্য উন্মুক্ত থাকবে।

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় এ ক্যাম্পাস এনগেজমেন্ট ইভেন্ট এ তাদের আসন্ন কোকা-কোলা এসআইপি (স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম) তরুণ প্রতিভাদের কাছে উপস্থাপন করে। সেমিনারটি আকর্ষণীয় এবং আনন্দপূর্ণ ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোকা-কোলা বাংলাদেশ বেভারেজস এর পরিচালক পিপল- বাংলাদেশ মিজ তাসলিমা জায়গিরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউর ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিপিসি) পরিচালক ড. মোহাম্মদ খসরু মিয়া। এসময় আরও উপস্থিত ছিলেন কোকা-কোলা কোম্পানি এর জনাব মোঃ আব্দুল মুকাদ্দেম রুশব, লিড ইআরটিএম, বোটলিং ইনভেস্টমেন্টস গ্রুপ (বিআইজি), মিস ফাতেমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং এবং মিসেস খলিফুন নাহার মৌটুসি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, চ্যানেল মার্কেটিং । অনুষ্ঠানে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব এর আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ৩৫০ জনেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print