Home জাতীয় আজ দুদকের (দুর্নীতি দমন কমিশন) প্রতিষ্ঠাবার্ষিকী

আজ দুদকের (দুর্নীতি দমন কমিশন) প্রতিষ্ঠাবার্ষিকী

51
0
SHARE

পরিক্রমা ডেস্ক : আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের ২১ নভেম্বর ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত করে দুদক আইন ২০০৪ এর মাধ্যমে স্বাধীন দুর্নীতি দমন কমিশন কমিশন প্রতিষ্ঠা করা হয়। কমিশন গঠনের পর দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি দেড় যুগ পূর্ণ করল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশন বেশ কিছু আয়োজন করেছে। কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও কমিশনের পতাকা উত্তোলনসহ সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন দুদক চেয়ারম্যান, কমিশনারসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিষ্ঠার পর থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে সংস্থাটিকে। আর স্বাধীন দুর্নীতি দমন কমিশনে প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুলতান হোসেন খান।

image_pdfimage_print