Home ব্রেকিং হাজীগঞ্জে উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের বার্ষিক শিক্ষা উৎসব সম্পন্ন

হাজীগঞ্জে উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের বার্ষিক শিক্ষা উৎসব সম্পন্ন

42
0
SHARE

চাঁদপুরের হাজীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের ১৯তম শিক্ষা উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

১৭ ডিসেম্বর, শনিবার উপজেলার রাজারগাঁও ফাজিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও হাফেজ সংবর্ধনা, বৃত্তি প্রদান, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সভাপতি মো: জাহিদুল ইসলাম ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।

 

 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মো: ইমন হোসেন, উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা মো: আব্দুর রাজ্জাক বেপারী, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: আনিসুর রহমান, পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: লোকমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, উদয়নের স্থায়ী কমিটির সদস্য মো: জাকির হোসেন, মো: কামরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো: সাখাওয়াম হোসেন আতিফ।

image_pdfimage_print