
মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপকমিটির সদস্য, আহসান গ্রুপের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মানবিক নেতা এম ইসফাক আহসানের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার লতরদি গ্রামে তার নিজ বাড়িতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় এম ইসফাক আহসান বলেন, সাংবাদিকগণ হলেন জাতির বিবেক। সাংবাদিকদের লেখনির মাধ্যমে ভালো কিছু ফুটে ওঠে। তাই দেশ ও সমাজের উন্নয়ন তুলে ধরবেন জাতির সামনে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করছেন, তা অবিশ্বাস্য। সারা বিশ্বের মধ্যে তিনিই একমাত্র মানবতার মা হিসেবে পরিচিত। তাই প্রধানমন্ত্রীর উন্নয়নগুলো তুলে ধরবেন এবং গণমানুষের মতামত সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।
শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইস্রাফিল খান বাবু, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, অর্থ সম্পাদক বাবুল মুফতি সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।