Home জাতীয় বিজ্ঞান জাদুঘরে ‘বিজয় দিবস’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজ্ঞান জাদুঘরে ‘বিজয় দিবস’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা

40
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (১৯.১২.২০২২খ্রি.) মহান বিজয় দিবস উপলক্ষ্যে শিশু কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিশু শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে প্রায় দুই শতাধিক প্রতিযোগী এবং তাদের অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তিনটি গ্রুপে ক-বিভাগ (শিশু-থেকে তৃতীয় শ্রেণি), খ বিভাগ (চতুর্থ-থেকে ষষ্ঠ শ্রেণি) এবং গ-বিভাগ (সপ্তম থেকে দশম শ্রেণি) প্রতিযোগীরা যথাক্রমে ‘বিজয়ের আনন্দ’ , ‘রক্তে ভেজা স্বাধীনতা’, ‘আমার দেশ, আমার স্বপ্ন’ এসব শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন “ বিজ্ঞান শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত এবং দেশ গড়ার চেতনা সৃষ্টিই এ প্রতিযোগিতার লক্ষ্য। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের মধ্যে সৃজনশীলতা সৃষ্টিতে এবং ভবিষ্যৎ প্রজন্মের চেতনায় উন্নয়ন, সমৃদ্ধি ও জনকল্যাণে অনুপ্রাণিত করতে অবদান রাখবে।” অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য জাদুঘর প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়। শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে জাদুঘর পরিদর্শন করে।

image_pdfimage_print