Home জাতীয় আইইবিতে সাবেক প্রেসিডেন্ট ইনচার্জ ড. প্রকৌশলী এম.এ.কে আজাদ-এর জানাজা সম্পন্ন

আইইবিতে সাবেক প্রেসিডেন্ট ইনচার্জ ড. প্রকৌশলী এম.এ.কে আজাদ-এর জানাজা সম্পন্ন

46
0
SHARE

আজ মঙ্গলবার (সকাল ১১টায়) পেশাজীবীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র প্রাক্তন প্রেসিডেন্ট ইনচার্জ ড. প্রকৌশলী এম.এ.কে. আজাদ, পিইঞ্জ., এফ/১২১৩ এর নামাজে জানাজা আইইবি সদর দফতরস্থ টেনিস কোর্টে অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন আইইবির বর্তমান কেন্দ্রীয় কাউন্সিলের সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলু, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারীসহ কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যবৃন্দ।

এছাড়া জানাজায় অংশ গ্রহন করেন আইইবির সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর, সাবেক প্রেসিডেন্ট কবির আহমেদ ভূঁইয়াসহ আইইবির বিভিন্ন সেন্টার,বিভাগের চেয়ারম্যান, সম্মানী সম্পাদকও ভাইস চেয়ারম্যান, আইইবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ যে, ড. প্রকৌশলী এম.এ.কে আজাদ গত ২৫ ডিসেম্বর সকাল ৮টায় গুলশানে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

image_pdfimage_print