Home ব্রেকিং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

40
0
SHARE

‘জ্ঞানের দ্বীপে চলব পথ, অলিম্পিয়াডের এই শপথ’ স্লোগান নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর  উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে ৷

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ বটতলায় দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২২ লাল ফিতা কেটে এবং সংক্ষিপ্ত আলোচনা শেষে শভ উদ্বোধন ঘোষনা করেন পরিকল্পনা  প্রতিমন্ত্রী  ড.শামসুল আলম ৷
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।   
পরে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল  হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন- শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়গুলো তারা মাথায় ধারন করে কিভাবে জৈব সার তৈরি করতে হয়, কিভাবে পানি থেকে হাইড্রোজেন গ্যাস আলাদা করে সেটা ব্যাবহার করা যায়, সৌর বিদ্যুএর ব্যবহার এই বিভিন্ন বিষয়গুলো হাতে কলমে পড়ার চেষ্টা করে তারা বাস্তবে তৈরি করেছে। এবং এই মেলাটি একটি সময়োপযোগী মেলা। হাতে কলমে শিক্ষা ব্যাবহারিক ভাবে কিভাবে ব্যাবহার করা যায় তা এই মেলার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা হয়েছে, এই মেলাটা বইয়ের বাইরে একটি বিনোদনমূলক  প্রচেষ্টা।

 

 

তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে এখনকার শিশু-কিশোর শিক্ষার্থী যোগ্য হয়ে গড়ে উঠবে এবং দক্ষভাবে দেশের নেতৃত্ব দেবে। সে লক্ষ্যে আমরা কাজ করতে পারলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্ঘ আকাঙ্ক্ষিত ও স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল চালুর মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থায় নতুন এক যুগে প্রবেশ করছে বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার  ইচ্ছা এবং আগ্রহ দেশকে এগিয়ে নেওয়ার এবং প্রযুক্তিগতভাবে দেশকে উন্নত করার  প্রমাণ হলো এই মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. কাইয়ুম খান, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, শিক্ষার্থী মেহেরীন বীনতে মেহেরীন, শিক্ষার্থী রিয়াদ বেপারী প্রমুখ ৷
আলোচনা শেষে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে  অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার  ও  অংশ গ্রহনকারী  প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. শামসুল আলম ৷   
এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব কাজী মিজানুর রহমান , ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান  শাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা যুবলীগের সহ- সভাপতি কামরুজ্জামান ইয়ার , সদস্য কাজী মোহাম্মদ হাবিবুর রহমানসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷
image_pdfimage_print