Home ব্রেকিং নতুন বইয়ের আনন্দে শিশুরা আলোকিত বাংলাদেশ গড়বে: আকাশ কুমার ভৌ‌মিক

নতুন বইয়ের আনন্দে শিশুরা আলোকিত বাংলাদেশ গড়বে: আকাশ কুমার ভৌ‌মিক

43
0
SHARE

সাবেক কদমতলী থানা আওয়ামী লী‌গের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর জনাব আকাশ কুমার ভৌ‌মিক বলেছেন, নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে।

তিনি বলেন, নতুন বই শিশুদের কাছে পরম প্রাপ্তি। নতুন বই শিশুকে বিমুগ্ধ ও বিমোহিত করে, বইয়ের ঘ্রাণ শিশুকে বিভোর করে। নতুন বইয়ের পৃষ্ঠা শিশুকে কৌতুহলী করে তোলে। শিশুর মনোজগতের এ আবেগকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় ২০১০ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের  মাঝে বিনামূল্যে শতভাগ নতুন পাঠ্যবই প্রদান করা হচ্ছে।

আকাশ কুমার ভৌ‌মিক আজ সকালে মেরাজ নগর এলাকায়  হাজী শরিয়ত উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত ‘বই বিতরণ উৎসব-২০২৩’ এর প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

image_pdfimage_print