
বি.পরিক্রমা রিপোর্ট : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আবু তাহের গত ৪ জানুয়ারি, ২০২৩ তারিখ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘যৌন নির্যাতন সংক্রান্ত প্রতিরোধ কমিটি’ গঠন এবং এর অফিস উদ্বোধন করেন। সমাজের সর্বস্তরে যৌন নির্যাতন এক ভয়াবহ রূপ ধারণ করেছে। শিক্ষাঙ্গনও এর কুপ্রভাব মুক্ত নয়। তাই এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌন নির্যাতনের শিকার জনগোষ্ঠীর সুবিচার প্রাপ্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম শুরু করেছে।
অফিসটি উদ্বোধনকালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. নুরুল আলম-সহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।