
পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজি’জ) ব্যাজ পেলেন মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের কৃতিসন্তান ইন্সপেক্টর জাকির হোসেন। তিনি ওসি (অপারেশন) হিসেবে যাত্রাবাড়ী থানায় কর্মরত আছেন। ইন্সপেক্টর জাকির হোসেন ২০২২ সালে ডিএমপিতে শ্রেষ্ঠ পুলিশ (অপারেশন) হিসেবে মনোনীত হন। এর পূর্বে পিপিএম (সাহসিকতা), এবাধীকবার আইজিপি ব্যাজ পুরস্কারে ভূষিত হন তিনি।
জানাযায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এ ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।