Home খেলাধূলা নেপালকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ

35
0
SHARE

পরিক্রমা ডেস্ক : বয়সভিত্তিক নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুই বছর আগে অনূর্ধ্ব-১৯ ফরম্যাটে ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছিল লাল সবুজেরা। আজ বৃহস্পতিবার নেপালকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রাখল বাংলাদেশ।

তৃতীয় শিরোপার খোঁজে ফাইনালে নেমে নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে তারা।

নেপালের রক্ষণ চিড়ে গোলের দেখা পেতে অনেক সময় লেগেছে বাংলাদেশকে। ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে প্রথমার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেছে স্বাগতিকরা।

সতীর্থের বাড়ানো পাসে আকলিমা খাতুন বল নিয়ে ঢুকতে পারেননি। ছোট ডি বক্সের সামনে প্রতিপক্ষের বাধায় পড়ে যান। নেপালের ফুটবলার তা বিপদমুক্ত করতে গেলে রিপার পায়ে বল পড়ে এবং বক্সের বাইরে থেকে বল উড়িয়ে জালে জড়ান বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী। ৪২তম মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পর দুর্দান্ত বাংলাদেশ।

যোগ করা সময়ের শুরুতে নেপালি খেলোয়াড় লাফানো বল আটকাতে ব্যর্থ হলে পেয়ে যান আকলিমা খাতুন, আলতো টোকায় তিনি বল বাড়ান শামসুন্নাহার জুনিয়রের দিকে। তারপর বল টেনে নিয়ে গোলরক্ষককে একা পেয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে রিপার ফ্রি কিক থেকে দূরের পোস্টে দাঁড়ানো উন্নতি খাতুন তৃতীয় গোল করেন। শামসুন্নাহার প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে বক্সের বাইরে পড়ে যান। সেই ফ্রি কিক কাজে লাগিয়ে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ।

facebook sharing button
twitter sharing button
image_pdfimage_print