Home ব্রেকিং ‘চরাঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন’

‘চরাঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দিন’

41
0
SHARE

চাঁদপুরের হাইমচর উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল নীলকমল ইউনিয়ন। মূল হাইমচর থেকে মেঘনা বিচ্ছিন্ন করে রেখেছে এই ইউনিয়নকে। নদী ভাঙ্গন কবলিত এই চরাঞ্চলের মানুষের সাথে একাধিক উঠোন বৈঠক এবং সর্বশেষ জনসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি এসব উঠোন বৈঠক ও জনসভা করেন।

এসব উঠোন বৈঠক ও জনসভায় শিক্ষামন্ত্রী বলেন, এই নীলকমল ইউনিয়নে ২০০৮ সালের নির্বাচনের সময় যখন এসেছি তখন এখানে হাঁটার জন্য কোনো রাস্তা ছিলো না। সে সময় ক্ষেতের আতাল (আইল) দিয়ে হাঁটতে হতো। তখন থেকে বর্তমান সময় পর্যন্ত ১৪ বছর। এই ১৪ বছরে নীলকমল ইউনিয়নের কী কী উন্নয়ন হয়েছে তা আজ এই চরাঞ্চলের নারী-পুরুষ নির্বিশেষে সকলেই বলছেন। আমি বলেছিলাম হাইমচরের প্রত্যেকটি চরে একটি করে মূল রাস্তা থাকতে হবে। যে রাস্তা দিয়ে মানুষ তো চলাচল করবেই, পাশাপাশি বন্যার সময় যেনো মানুষ গবাদিপশু নিয়ে রাস্তায় আশ্রয় নিতে পারে। আলহামদুলিল্লাহ আমি আমার কথা রাখতে পেরেছি। আজকে এই চরে চলাচল করছি রাস্তা দিয়ে। আমার কাছে অনেক ভালো লাগছে। শুধু রাস্তাই না, এখানে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎও এসেছে। এই বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষ বিদ্যুৎ পাচ্ছে।

ডাঃ দীপু মনি বলেন, এই ১৪ বছরে বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে আসছেন শেখ হাসিনা। এই যে পরিবর্তন কার কারণে? শেখ হাসিনার কারণে। আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানাইছেন বলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, আমাকে মন্ত্রী বানিয়েছেন। সে জন্য হাইমচরবাসীর কাছে আমি এবং আমার নেত্রী কৃতজ্ঞ।

দীপু মনি বলেন, আমি এই চরে বার বার ছুটে আসি আপনাদের ভালোবাসার কারণে। আপনাদের কাছে আসলে মা-বোন আর খালারা আমাকে যে ঝাপটে ধরেন, মায়া-মমতা দেন, এই ভালোবাসার টানে আপনাদের কাছে আসি। দীপু মনি বলেন, শেখ হাসিনা হাইমচরকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করেছেন, বিদ্যুৎ দিয়েছেন, রাস্তা দিয়েছেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিয়েছেন। আমি হাইমচরবাসীর কাছে আহ্বান জানাবো- বিচ্ছিন্ন এই চরাঞ্চলের উন্নয়ন অব্যাহত রাখতে আপনারা আবারো নৌকায় ভোট দিবেন।

নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের ভুল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক দু’টি প্রত্যাহার, উক্ত বিষয় দু’টির ‘অনুশীলনী পাঠ’ পাঠ্যপুস্তকের কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন এবং বাকি অধ্যায় সমূহের পাঠদান অব্যাহত রাখা।

২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তক দু’টি পাঠদান হতে প্রত্যাহার করা হল। উক্ত শ্রেণিদ্বয়ের জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ‘অনুশীলনী পাঠ’ পাঠ্যপুস্তকের কতিপয় অধ্যায়ের প্রয়োজণীয় সংশোধন করা হবে। উক্ত পুস্তক সমূহের অন্যান্য সকল অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। সংশোধনী সমূহ শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অবহিত করা হবে।

দিনের শুরুতে তিনি নীলকমল ইউনিয়নের উত্তর ঈশানবালা কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে এবং জুমার নামাজের পর ঈশানবালা এমজেএস উচ্চ বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে বক্তব্য রাখেন। বিকেলে চেয়ারম্যান বাজারে অনুষ্ঠিত হয় জনসভা। এসব উঠোন বৈঠকে এবং জনসভায় বিপুল সংখ্যক নারী পুরুষ অংশ নেন।

এ সব অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী ও নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সউদ আল নাছের।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা জজকোর্টের পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন প্রধানিয়া, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজিসহ হাইমচর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।

image_pdfimage_print