Home ব্রেকিং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি: নুরুল আমিন রুহুল এমপি

দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি: নুরুল আমিন রুহুল এমপি

64
0
SHARE

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মতলব (উত্তর-দক্ষিণ) সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে উন্নয়নকে রুখে দিতে চায়। বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তারা। স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও তারা পাকিস্তান প্রীতি ভুলতে পারেনি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শন্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে বিএনপি-জামায়াত আজ হিংসায়  জ্বলছে। স্বপ্নের মেট্রোরেল, পদ্মা সেতু,বঙ্গবন্ধু টানেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ শেখ হসিনা সরকারের সকল উন্নয়ন তাদের মনে জ্বালা ধরিয়েছে। সংসদ সদস্য বিএনপি জামায়াতকে রুখতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সহ সভাপতি মো. শহীদুল্লাহ্ মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সরকার মো. আলাউদ্দিনের সঞ্চালনায় ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এছাড়া তিনি মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

এদিকে মতলবের নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। এ সময় আরও উপস্থিত ছিলেন নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নাওভাংগা জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহ আলম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ খালিদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম স্বপন, সাধারণ সম্পাদক মো. আল মামুন সরকার।

 

image_pdfimage_print