Home ব্রেকিং সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা- আকাশ কুমার ভৌমিক

সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা- আকাশ কুমার ভৌমিক

34
0
SHARE

গাছের শুকনো ঝরাপাতা বলে দিচ্ছে শীত শেষের দিকে। এছাড়া এখন প্রকৃতিতে নেই শীতের দাপটও। আর শীতের শেষ মানেই বসন্তের আগমন এবং কয়েকদিন পরেই আসছে পহেলা ফাল্গুন। পহেলা ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের শুরু। বসন্ত মানেই গাছে গাছে নতুন ফুল, নতুন সবুজ কচিপাতা, পাখির সুর, সবমিলিয়ে প্রকৃতির নতুন মুখ। পহেলা ফাল্গুন নিয়ে আবহমান বাংলায় রয়েছে নানা সংস্কৃতি। সাহিত্যের নানা শাখায়ও পহেলা ফাল্গুন বা ঋতুরাজ বসন্তকে নিয়ে রয়েছে নানা রচনা। কবির ভাষায় পহেলা ফাল্গুন ‘ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত।’ বসন্তের আগমনে নব উদ্যমে জেগে উঠুক বাঙালির প্রাণ।
সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিকের। সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করেন।

image_pdfimage_print