Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪২৯’ উদযাপিত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪২৯’ উদযাপিত

133
0
SHARE

পরিক্রমা ডেস্ক :  নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) আজ গান, আবৃত্তি, নাচ এবং পিঠার সুস্বাদু খাবার দিয়ে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪২৯’ উদযাপন করেছে। অনুষ্ঠানটি আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন। শিক্ষার্থীরা নিজেদের হাতে বানানো ফেস্টুন, ফ্লায়ার্স, ব্যানারের মধ্য দিয়ে বসুন্ধরায় অবস্থিত ক্যাম্পাসকে রাঙিয়ে তুলে। লাল-হলুদ পোশাকে হাজার হাজার শিক্ষার্থী হাতে ফুল নিয়ে পহেলা ফাল্গুনকে বরণ করে নেয়।

এনএসইউর প্লাজা এলাকা ঐতিহ্যবাহী নৃত্য, লোকগান এবং ‘পিঠা উৎসব’ এর বিভিন্ন ধরনের টক, মিষ্টি এবং মশলাদার পিঠা প্রদর্শনীর মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠে।

শিক্ষার্থীদের প্রতি বাংলা সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন।

image_pdfimage_print