Home খেলাধূলা সিলেট এবং কুমিল্লার ফাইনালের দেখে নেয়া যাক দু‘দলের দুই মেন্টরকে

সিলেট এবং কুমিল্লার ফাইনালের দেখে নেয়া যাক দু‘দলের দুই মেন্টরকে

114
0
SHARE

পরিক্রমা ডেস্ক : নবম আসরের পর্দা নামছে আজ বৃহস্পতিবার। ৬.৩০টায় মুখোমুখি হবে ফাইনালের টিকিটধারী দু‘দল।  প্রথম কোয়ালিফাই ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মাশরাফির সিলেট।

ফাইনালের লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুল সামর্থ্য বিদেশী আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মইন আলী, জনসন চার্লস। পাশাপাশি দুর্দান্ত ফর্মে থাকা তানভীর ইসলামও হতে পারেন ট্রাম্পকার্ড। অপরপক্ষে সিলেট স্ট্রাইকার্সের মূল ভরসা সিরিজজুড়ে জ্বলতে থাকা শান্ত, তৌহিদ হৃদয় এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এবার আলোচনায় আসা যাক দুই মেন্টরকে নিয়ে: প্রথমত, সিলেটের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। যিনি বিগত আট আসরে চার বার নিজের দখলে রেখেছেন বিপিএল শিরোপা। ধুুঁকতে থাকা একটা দলকে কিভাবে ফাইনালে জয়ী করতে হয় সেটা সিলেট দলপতি ছাড়া বেশি কেউ হয়তো জানে না।

দ্বিতীয়ত: কুমিল্লার কোচ সালাউদ্দিন। তাদের ঝুলিতেও আছে তিনটা শিরোপা। প্রথম তিনম্যাচ হারার পর টানা দশ জয় শুধু কোচ সালাউদ্দিনের পক্ষেই সম্ভব। তার গেমপ্ল্যান অত্যন্ত কার্যকরি।

তবে দুজনের পার্থক্য এক জায়গায় সেটা হলো কোচ সালাউদ্দিন গেমপ্ল্যান করবেন মাঠের বাহির থেকে আর মাশরাফি গেমপ্ল্যান করবেন ২২ গজে। দেখা যাক, দুজনের রসায়নে শেষ পর্যন্ত জয়ী হয় কে?

image_pdfimage_print