Home জাতীয় যশোর জেলা সদরে নাবালিকা মেয়ে ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-৬’র হাতে ধর্ষক...

যশোর জেলা সদরে নাবালিকা মেয়ে ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-৬’র হাতে ধর্ষক গ্রেফতার

46
0
SHARE

মোঃ ফারুক আহম্মেদ : নাবালিকা মেয়ে(১১) কে ধর্ষণের দায়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক রাশেদ হোসেন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬,সিপিসি-৩,যশোর সদস্যরা। ঘটনাটি ঘটেছে যশোর জেলা সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের চাঁনপাড়া গ্রামে।

আসামী রাশেদ হোসেনের বাড়ী ঐ চাঁনপাড়া গ্রামে,সে মৃত বীরমুক্তিযোদ্ধা সুবাহান মন্ডলের ছেলে।

র‌্যাব-৬,সিপিসি-৩,যশোর অধিনায়ক জানিয়েছেন,”র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব-৬) সিপিসি-৩,যশোর ফোর্স আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে”।

যার ফলশ্রুতিতে ২৮ ফেব্রুয়ারী ধর্ষণের ঘটনায় ধর্ষক রাশেদ হোসেন কে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনার বিবরণ সম্পর্কে র‍্যাব অধিনায়ক বলেন, যশোর সদর উপজেলার ১২নং ফতেপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডের চাদঁপাড়া গ্রামের একজন দিনমজুর এবং তার স্ত্রী প্রতিদিনের ন্যায় ইং ২৮/০২/২০২৩ ইং তারিখে জীবিকার তাগিদে বাড়ি থেকে কাজের জন্য বের হয়, তাদের নাবালিকা মেয়ে (১১) বাড়িতে থাকায় প্রতিবেশী আসামী ধর্ষক রাশেদ হোসেন (২২) সম্পর্কে ভিকটিমের চাচা,সকাল ১০ টার দিকে টাকার লোভ দেখিয়ে ঐ মেয়েকে আসামীর নিজ বাড়িতে (আসামীর স্ত্রী বাবার বাড়িতে থাকায়) নিয়ে যায় এবং ভিকটিমকে উপর্যপূরী ধর্ষণ করে।

ভিকটিমের মা-বাবা কাজ শেষে বাড়িতে আসলে, মেয়েটি তার বাবা-মা’কে ধর্ষণের ঘটনা সম্পর্কে জানায় এবং সে আরো জানায় আসামী রাশেদ প্রায়ই তাকে টাকার লোভ দেখিয়ে আসামীর নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা (৩৫) বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

র‌্যাব-৬, যশোর বিষয়টি অবহিত হলে তাৎক্ষনিক ভাবে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ধর্ষক রাশেদ হোসেনকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে।

অভিযানের একপর্যায় ০১মার্চ মধ্যরাতে আসামীর বসতভিটা থেকে ধর্ষক রাশেদ কে গ্রেফতার করে র‍্যাব- ৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

আসামী রাশেদ হোসেন কে যশোর কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

image_pdfimage_print