Home জাতীয় পঞ্চগড় জেল‍ার জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে শিল্প উদ্ধোক্তা...

পঞ্চগড় জেল‍ার জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে শিল্প উদ্ধোক্তা মেলার আয়োজন করা হয় পঞ্চগড় শহরে

46
0
SHARE

মো. মোবারক হোসেন : গতো ০২/০৩/ ২০২৩ তারিখে মেলার উদ্বোধন করা হয়। মেলায় নাগরিক কর্নার সহ সমাজে বঞ্চিত ও শিশু কিশোরদের জন্য দুইটি স্টল বরাদ্দ রাখা হয়। যাহার কোন বিনিময় মূল্য নেয়া হয় নি। সাংবাদিক কর্ণার, কফি কর্ণার ও দর্শনার্থীদের জন্য মুক্তমঞ্চ রাখা হয়। যেখানে মেলা ও ব্যবস্থপনা সম্পর্কে মূক্ত আলোচনা করার ব্যবস্থা আছে। মেলায় হস্ত শিল্প, পঞ্চগড়ের চা শিল্প সহ নানান উদ্দোক্তা মেলায় অংশ গ্রহন করে। এই মেলা পঞ্চগড়ে প্রথম করা হয়। এই মেলা সফল হলে ভবিষ্যতে প্রতি বছর এই শিল্প উদ্দোক্তা মেলার আয়োজন করা হবে বলে মেলার দায়ীত্ব প্রাপ্ত কর্মকর্তা জনাব শাহ মোহাম্মদ জোনায়েদ জানান। তিনি বিসিক জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক।

আহাম্মদিয়া সম্প্রদায় বা কাদিয়ানীদের সালনা জলসা বা বাৎসরিক সম্মেলন ৩/৩/২০২৩ তারিখে নির্ধারণ ছিল তা বন্ধ করার জন্য বাদ জুম্মা মুসলমান মুসল্লিগন মিছিল সহ গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয় এতে একাদিক ব্যক্তি হতাহত হয়। ফলে মেলায় দর্শনার্থী সমাগম কম হয়। এই সমস্যা সমাধান হলে মেলা সফল হবে আশা করা যায়।

image_pdfimage_print