Home ক্যাম্পাস খবর প্রফেসর আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন

প্রফেসর আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন

32
0
SHARE

পরিক্রমা ডেস্ক : ঢাকার তেজগাঁও কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর আশরাফুল ইসলাম গতকাল বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। (ইন্নাহ লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজেউন।) তার বয়স ৭৭। অধ্যাপক আশরাফুল ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের বড় ভাই।

তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে, প্রফেসর আশরাফ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সহ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন।

একজন মেধাবী ছাত্র, প্রয়াত অধ্যাপক আশরাফ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স উভয় ডিগ্রি অর্জন করেন।

তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আজ শনিবার জোহরের নামাজের পর উত্তরা ১৩ নম্বর সেক্টর জামে মসজিদে অধ্যাপক আশরাফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে।

এক শোক বার্তায় এনএসইউর ভাইস চ্যান্সেলর প্রয়াত অধ্যাপক আশরাফের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন ।

image_pdfimage_print