Home রাজনীতি অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মায়া চৌধুরী

অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মায়া চৌধুরী

39
0
SHARE

বিএনপির পৃষ্ঠপোষকতায় এখনও স্বাধীনতাবিরোধীরা এদেশে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম)। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার মোহনপুরের আলী ভিলা মিলনায়তনে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার মহানায়ক’ উল্লেখ করে মায়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জীবন মানেই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনা এখন সমার্থক। এই উন্নয়নের গতিকে আরো বেগবান ও গতিময় করতে হবে। তবেই বিশ্বের বুকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত একটি দেশে রূপান্তর হবে।

নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এ সংবাদ পেয়ে তিনি প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির খান, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার শুভা, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, সাদুল্যাপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম প্রধান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, সাধারণ সম্পাদক মো. শাহিন চৌধুরী, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, ছেংগারচর পৌর মৎস্যজীবীলীগের সভাপতি জনি সরকারসহ উপজেলা ও ছেংগারচর পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীরবিক্রম) স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় গতকাল রাত থেকেই  শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তরের বিভিন্ন স্তরের নেতাকর্মী-সমর্থক ও সাধারণ জনগণ। বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হওয়ার পর থেকে রাত থেকে শত শত নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মায়া চৌধুরী।

পদক প্রাপ্তির যখন ঘোষণা হয়, তখন মায়া চৌধুরী তার নির্বাচনী এলাকা মতলব উত্তরের মোহনপুরস্থ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় বিভিন্ন নেতাকর্মী একে অপরকে মিষ্টি বিতরণ করেন। বাবার এ সম্মানে ভূষিত হওয়ায় গর্বিত বাবাকে মিষ্টি মুখ করান তারই জ্যেষ্ঠপুত্র, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের মনোনয়ন প্রত্যাশী সাজেদুল হোসেন চৌধুরী দীপু।

image_pdfimage_print