Home জাতীয় মাত্র ৫০০/- জমা দিয়ে ৬০,৩৫০/- টাকার মৃত্যুদাবী পেলেন জেনিথ ইসলামী লাইফের গ্রাহক...

মাত্র ৫০০/- জমা দিয়ে ৬০,৩৫০/- টাকার মৃত্যুদাবী পেলেন জেনিথ ইসলামী লাইফের গ্রাহক মোসাঃ সেকেলা বেগম

42
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমা গ্রাহক মোসাঃ সেকেলা বেগম মাত্র ৫০০ টাকার ০১ টি প্রিমিয়াম দিয়ে মারা গেলে বীমা গ্রাহকের মনোনীতকের নিকট বীমা অংকের পূর্ণ ৬০,৩৫০/- (ষাট হাজার তিনশত পঞ্চাশ টাকা) পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ। শনিবার কোম্পানির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম বীমার মনোনীতকের নিকট এ চেক হস্তান্তর করেন। এসময় পাশে আরো উপস্থিত ছিলেন কোম্পানির উর্দ্বতন উন্নয়ন কর্মকর্তাবৃন্দ।

image_pdfimage_print