
প্রতিবেদক : বীমা হলো একটি চুক্তি। এটা ২ পক্ষের মধ্যে একটি আইন সম্মত চুক্তি। চুক্তির সর্ত মোতাবেক এক পক্ষ অন্য পক্ষকে ক্ষতিপূরণ দিবে বলে নিশ্চয়তা দিয়ে চুক্তিতে আবদ্ধ হয়। ১ম পক্ষ বীমাকারী এবং ২য় পক্ষ বীমাগ্রহীতার মধ্যে যথাক্রমে ক্ষতিপূরণ ও প্রিমিয়াম প্রদানের নিশ্চয়তা সম্বলিত চুক্তি হলো “বীমা”। ইংরেজিতে যাকে বলে Insurance । জীবন বীমার ক্ষেত্রে ক্ষতি পূরণ হয় না, মানুষের জীবনের কোন মূল্য পরিমাপ করা যায় না। তাই জীবন বীমার ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা প্রদান করা হয়।
যেকোন দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বীমা জনসাধারণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় (প্রিমিয়াম) সংগ্রহ করে মূলধন গঠনে সাহায্য করে। মানুষের জীবন, ঋণ, ও সম্পত্তির ক্ষতিপূরণের নিশ্চয়তা দিয়ে থাকে। এরূপ নিশ্চয়তা পাওয়ার ফলে লোকজন তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা অনুভব করে এবং কার্যে মনোনিবেশ করে। ফলশ্রুতিতে ব্যক্তিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি পায়। এভাবে ব্যক্তিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি পেলে জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলে জনসাধারণের জীবন যাত্রার মান উন্নত হয়। সামগ্রিক ভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে। বীমার উদাহরণ : জীবন বীমা চুক্তি, অগ্নি বীমা চুক্তি এবং শিক্ষা বীমা চুক্তি।
শিক্ষা বীমা কি?
টাকার অভাবে অল্প বয়সী শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে নষ্ট না হয়, সেজন্য সরকার ১টি বীমা পলিসি চালু করছে। এর নাম দেওয়া হয়েছে ” বঙ্গবন্ধু শিক্ষা বীমা”। এই বীমা পলিসির প্রিমিয়াম হবে মাসে ২৫/- টাকা এবং বছরে ৩০০/- টাকা। বীমার অংক ধরা হয়েছে ১ লক্ষ টাকা। ৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা এই পলিসির আওতায় আসবে। মা-বাবা মারা গেলে শিক্ষার্থী মাসে ১ হাজার টাকা করে পাবে। পলিসি হচ্ছে ১ থেকে ১২ বছর মেয়াদি। আর শিক্ষার্থীর বয়স ১৮ হলেই পলিসি মেয়াদোত্তীর্ণ বলে বিবেচিত হবে। বীমাগ্রহীতার বয়স, শিক্ষার্থীর বয়স, শ্রেণীসহ যাবতীয় তথ্য ব্যাংক সংরক্ষণ করবে। মেয়াদ পূর্ণ হলে ব্যাংক বীমা দানি পূরণের জন্য বীমা কোম্পানিকে প্রয়োজনীয় তথ্য পাঠাবে।
মেটলাইফ শিক্ষা বীমার নাম “মাই চাইল্ড’স এডুকেশন প্রটেকশন প্ল্যান”। এতে থাকছে শিক্ষার্থীর জীবনকে অনিশ্চয়তা থেকে রক্ষা করার পাশাপাশি তাদের উচ্চ শিক্ষা নিশ্চিত করার সুযোগ।
আরো যেসব আর্থিক প্রতিষ্ঠান শিক্ষা বীমা পলিসি করে তার কিছু হলো সোনালী ব্যাংক শিক্ষা বীমা, ডাসবাংলা ব্যাংক শিক্ষা বীমা, জীনন-বীমা শিক্ষা বীমা ইত্যাদি।