Home রাজনীতি মতলব উত্তরে জেলেদের মাঝে চাল বিতরণ

মতলব উত্তরে জেলেদের মাঝে চাল বিতরণ

32
0
SHARE

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে জাটকা ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত ৫২৪ জেলের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। ৬শ ১৮ জন জেলেকে দুই মাসের জন্য ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল ) সকালে এখলাছপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী ও এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেহান উদ্দিন নেতা, ট্যাগ অফিসার সজীব চন্দ্র দাস ৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সদস্য মোজাম্মেল হক, যুবলীগ নেতা আমান উল্লাহ, এখলাছপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা আক্তার, রোকেয়া আক্তার ঝর্না, ইউপি সদস্য পুরুষ মিজানুর রহমান, গোলাম হোসেন, শাহালম, আবু নাছের, ওমর আলী প্রমুখ৷

এছাড়াও একই দিনে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ১ হাজার ২শ ৭০ জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে৷

এসময় উপস্থিত ছিলেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান মো. সালা উদ্দিন, সচিব মো. জসিম উদ্দিন, ইউপি সদস্য খোকন প্রধান, সাইফুল ইসলাম, হালিম সরকার মো. গোলাম কাদির, মো. সোরয়ার হোসেন, ইসমাইল হেসেন, আ. কাদির জিলানি, ওলু দেওযান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল বেগম, মরিয়ম সুলতানা, ফজুলত নেছা প্রমুখ৷

চাল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় এখলাছপুর ইউপি চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম ও ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ এবং বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম। ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। ইলিশ আমাদের দেশের সম্পদ, তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য।

image_pdfimage_print