
আশিক সরকার :
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন ফিল্ড হাসপাতাল এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাদা মনের মানুষ, ঢাকা আইনজীবি সমিতির অন্যতম সদস্য ও দি গ্রেটেস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম।
ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক মামুন মোস্তাফী মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সাদা মনের মানুষ, এডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলামের পক্ষ থেকে শোক বার্তা পাঠানো হয়।