Home জাতীয় মহাকাশে রোবট প্রোগ্রামিং : বিজ্ঞান জাদুঘরে সংবর্ধনা

মহাকাশে রোবট প্রোগ্রামিং : বিজ্ঞান জাদুঘরে সংবর্ধনা

50
0
SHARE

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (১৩.০৪.২০২৩খ্রি.) kibo –RPC রোবটিক্স আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাপান এরস্পেস এক্সপ্লোরেশন এজেন্সী এ সার্টিফিকেট প্রদান করে। এ উপলক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ সভাপতি মুনীর হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এ উপলক্ষ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত বিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের এমআইটির বিশেষজ্ঞ প্রকৌশলী ড.মিজানুল হক চৌধুরী। তিঁনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তাদের এ সাফল্য বাংলাদেশের জন্য বিশাল গর্বের। বিশেষ অতিথি মুনীর হাসান বলেন, “ মেধা সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। সে মেধার উন্মেষ ঘটাতে প্রয়োজন সরকারি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা।” ড. মোঃ খলিলুর রহমান বলেন, “ এ সাফল্য প্রমাণ করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা রোবট প্রোগ্রামিং এ সক্ষম।” প্রধান অতিথির বক্তৃতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, “মহাকাশ জ্ঞান অর্জনের একটি বিশাল ক্ষেত্র। সেটি মাথায় রেখে মহাকাশ ভিত্তিক ক্যারিয়ার গড়ে তুলতে হবে। যে ডিসিপ্লিনে পড়াশোনা করুক না কেন, সৃজনশীলতা থাকতে হবে। অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দিয়ে দেশব্যাপী বিজ্ঞান মনস্কতা বাড়াতে হবে।” তিঁনি এ সাফল্যের জন্য প্রতিযোগিদের অভিনন্দিত করেন। তিঁনি আরও বলেন, “জিরো রোবটিক্স এ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের তুলনায় বাংলাদেশের শিক্ষার্থীদের সাফল্য ঈর্ষণীয়।” ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ ষ্টেশনে বাংলাদেশের শিক্ষার্থীরা গবেষণায় এগিয়ে যাবে মর্মে তিঁনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে এনিগমা সিস্টেম এর টীম ভুক্ত প্রতিযোগী যথাক্রমে সামি সাদাত, সানজিদা সিদ্দীকা, মোল্লা মোঃ সাইফ, মোঃ যোবায়ের, মোঃ হাসিবুল ইসলাম, মোঃ রায়হান রহমান, তাহসিনুল হক ধ্রুব, রাজিন বিন ঈশা, সাদ নুর মিম বিদু কে সার্টিফিকেট প্রদান করা হয়।

 

image_pdfimage_print