Home জাতীয় নববর্ষে র‌্যালি ও শোভাযাত্রা বের করবে আওয়ামী লীগ

নববর্ষে র‌্যালি ও শোভাযাত্রা বের করবে আওয়ামী লীগ

41
0
SHARE

বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা বের করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শুক্রবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে র‍্যালিটি শুরু হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ এপ্রিল সকাল ৭টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে এক আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র‌্যালিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রীপরিষদের সদস্য, সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। র‍্যালিটি বিভিন্ন এলাকা ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে।

image_pdfimage_print