
জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও সম্মানী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ আবুল কাশেমের জানাজা সম্পন্ন হয়।
আজ (১৭ এপ্রিল) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সদর দফতরে ইনস্টিটিউশনের সদস্যদের উপস্থিতিতে প্রকৌশলী মোঃ আবুল কাশেমের জানাজা সম্পন্ন হয়৷
এই সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ নুরুল হুদা, প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী শামীম জেড বসুনিয়া, প্রকৌশলী মোঃ আবদুস সবুর, প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলু, ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, প্রকৌশলী নুরুজ্জামানসহ আইইবির নির্বাহী কমিটি ও কাউন্সিলের সদস্যবৃন্দ।
জানাজা শেষে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে প্রকৌশলী মোঃ আবুল কাশেমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোঃ আবুল কাশেম গত ১৫ এপ্রিল রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন