Home রাজনীতি গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

গাজীপুর সিটি নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

36
0
SHARE

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এ সময় মেয়র, কাউন্সিলর প্রার্থী ছাড়াও তাদের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সকাল ১০টার কিছু পরে রিটার্নিং কর্মকর্তা মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় আটজন মেয়র পদপ্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান (নৌকা), জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান (হাতপাখা), জাকের পার্টির মো. রাজু আহমেদ (গোলাপ ফুল), গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ), স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানূর ইসলাম রনি (হাতি) ও স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদকে (ঘোড়া) প্রতীক দেওয়া হয়।

প্রতীক বরাদ্দের আগে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনের প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৮ জন মেয়র প্রার্থী, ২৩৯ জন কাউন্সিলর ও ৭৭ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

image_pdfimage_print