Home ব্রেকিং ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী’

‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী’

41
0
SHARE

‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী’ এমন একটা চিরকুট লিখে আত্মহত্যা করেছেন শাপলা খাতুন (২৪) নামে এক কলেজছাত্রী। রোববার (৬ জানুয়ারি) রাতে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকার একটি ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।

তবে তার স্বামী জানিয়েছেন, মাথা ব্যাথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।নিহত শাপলা খাতুন চক-দাদড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন।

ছাত্রী নিবাসের ছাত্রী মুক্তা জানান, শাপলা অনেকদিন থেকেই বলতো মাথা ব্যাথা করছে। রোববার বিকেলে মাথা ব্যাথা করছে বলে আমাদের জানায়। রাতে তার কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা তার স্বামী ও পুলিশকে খবর দেয়। পরে তারা এসে দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এ সময় তার হাতে একটি চিরকুট লেখা ছিল- সেখানে লেখা আমার ক্যান্সার হয়েছে। তাই আমি আমার জীবনের সঙ্গে আর কাউকে জড়াতে চাই না। আমি আমার জীবনটা নিজের হাতে শেষ করে ফেললাম। এর জন্য কেউ দায়ী নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।

image_pdfimage_print