
শনিবার (১০ জুন) উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত আলম খান স্মৃতি পাঠাগারের উধ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’র চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন। এসময় তিনি বলেন, এলাকার কৃতি সন্তান যারা নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখছেন, মেধাবী শিক্ষার্থী যারা আরেকটু উৎসাহ পেলে নিজের এবং দেশের জন্য কাজ করতে পারবেন তাদের জন্য আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি খুবই উপযোগী। সংবর্ধনার কারণে গুণিরা আমাদেরকে আরো এগিয়ে নিবেন। ভবিষ্যতে এই ধরনের আয়োজন পুরো উপজেলার সর্বত্র হবে বলে আমি প্রত্যাশা করি। আমি মনে করি প্রতিটি নাগরিকের উচিত দেশের জন্য নিজেদের বিলিয়ে দেয়া। নিজ নিজ কর্মে শতভাগ আত্মনিয়োগ করলেই তা সম্ভব। আমি সরকারের গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করলেও কখনই নিজের গ্রামকে ভুলি নি। তাই এলাকার প্রতি দায়বদ্ধতার কারণে বারবার ছুটি আসি।
শনিবার (১০ জুন) শোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: তাহেরুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা, সহকারী কমিশনার (ভুমি) আজিজুনাহার, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।
আলোচনা শেষে সংবর্ধনা অনুষ্ঠানে শোল্লা স্কুল এন্ড কলেজের ৫ জন, শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের ৬ জন ও মুন্সিরহাট জি এন্ড আলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন সহ মোট ২০ জন শিক্ষার্থীকে গোল্ডেন জিপিএ-৫ সংবর্ধনা, রতগর্ভা মা হিসেবে রোকেয়া বেগম, শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মো: ফরিদ আহমেদ, পোল্ট্রি ক্ষেত্রে অবদানের জন্য মো: এস এম জসীম উদ্দিন আনসারী, মৎস্য ক্ষেত্রে অবদানের জন্য আ: রহিম এবং কৃষি ক্ষেত্রে অবদানের জন্য আবুল হাসনাত সোহেলকে স্বীকৃতি স্বরূপ অভিনন্দন স্মারক ও উপহার হিসেবে বই তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ভিট অফিসার মোঃ জামাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ আবুল হাসনাত নয়ন পাটোয়ারী, বিশিষ্ট সমাজ সেবক আবু জাফর খশরু মোল্লা, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মালেক মহন মোল্লা, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল আজম শুকু পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ এমরান হোসেন, ইউপি সদস্য সৈকত মোল্লা প্রমুখ।