Home আন্তর্জাতিক ‘পশ্চিমারা ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ করতে পারবে না’

‘পশ্চিমারা ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ করতে পারবে না’

36
0
SHARE

পরিক্রমা ডেস্ক: পশ্চিমারা ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ করতে পারবে না। রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ কথা বলেছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে ২০১৫ সালে তেহরানের সঙ্গে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর করেছিল। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমলে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে আসে। তিনি যুক্তি দিয়েছিলেন, পরিকল্পনাটি অকার্যকর। চুক্তি বাতিলের পর ইরান একাধিকবার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় শুরুর হুমকি দিয়েছে। গত মার্চে জার্মানি হুমকি দিয়ে বলেছে, ইরানকে কখনই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না।

রোববার খামেনি বলেছেন, ‘তেহরানের পারমাণবিক অস্ত্র সম্পর্কে কথাবার্তা মিথ্যা এবং তারা (পশ্চিম) এটা জানে। আমরা আমাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে পারমাণবিক অস্ত্র চাই না। অন্যথায় তারা এটি বন্ধ করতে পারত না।’

image_pdfimage_print