
পরিক্রমা ডেস্ক : বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইভিএম নিয়ে কিছুটা সংশয়ে থাকলেও ভোটের পরিবেশ দেখে আমি দারুণ খুশি। আজ সোমবার সকাল ৮টায় ভোট শুরুর পরপরই ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে জয়ের আশা প্রকাশ করেছেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী।