Home ব্রেকিং ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী হাসপাতালে

34
0
SHARE

পরিক্রমা ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি। এ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগী ১ হাজার ১৩৮ জন। একই সময় নতুন করে চারজনের মৃত্যু হয়েছে।শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৪০২ ও ঢাকার বাইরের ৭৫ জন।

চলতি বছরের ১ থেকে ১৭ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬০৩ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৭৫ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে ১ হাজার ২৮ জন।এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ৪৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ৬৩৭ এবং ঢাকার বাইরে ৭৯৫ জন। আর এ সময়ে মারা গেছেন ৩৩ জন।

image_pdfimage_print