Home ব্রেকিং নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল

নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল

48
0
SHARE

স্বেচ্ছায় অবসরগ্রহণকারী সাবেক অতিরিক্ত সচিব ও দুই বারের সফল কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ন দায়িত্ব পালকারি মোহাম্মদ ইসমাইল ঝালকাঠি এক(রাজাপুর-কাঠালিয়া)আসনের সকার দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর, এলএলবি ও যুক্তরাজ্যের ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও সমাজবিজ্ঞানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন।

মোহাম্মদ ইসমাইল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নিজগালুয়া গ্রামে জম্মগ্রহণ করেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উল্ট গননা শুরু হয়ে গেছে।রাজনৈতিক বিশেষজ্ঞরা ধারনা করছে এবারের নির্বাচনে অনেক আসনের প্রার্থীতে আসতে পারে বড় পরিবর্তন। প্রতিটি আসন ঘিরে এলাকায় চলছে ব্যাপক কর্মযজ্ঞ।মোহাম্মদ ইসমাইল ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এলাকাবাসীর সাথে মতবিনিময় সাধারন মানুষের সাহায্য সহোযোগিতা করে আসছেন। অপর দিকে তরুণদের মধ্যে আলোচনায় এগিয়ে তিনি।

তরুণ সমাজের সঙ্গে সক্ষতা বজায় রাখার সঙ্গে এলাকার সামাজিক উন্নায়নে বিশেষ ভূমিকারেখে ইতোমধ্যে সবার প্রসংশা খুঁড়াতে সক্ষম হয়েছেন।মোহাম্মদ ইসমাইল বলেন,রাজনীতি থেকে আমার নতুন করে কিছু পাওয়ার নেই।ক্ষমতার জন্য আমি রাজনীতি করি না।জীবনের বাকিটা সময় আমি মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।রাজাপুর-কাঠালিয়া মানুষের সুখে-দুঃখে-প্রয়োজনে সহযোগিতা করার চেষ্টা করি। আমার যতটুকু সামর্থ আছে ততটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়াতে চাই। ঝালকাঠি এক (রাজাপুর-কাঠালিয়া)আসনে ভোটার ১ লাখ ৭৮ হাজার ২৫৫ জন।

image_pdfimage_print