Home ব্রেকিং বারির এসডিজি বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা কর্মশালা

বারির এসডিজি বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা কর্মশালা

132
0
SHARE

পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের আয়োজনে বারি’র টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা কর্মশালা বৃহস্পতিবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের যুগ্মসচিব রেহানা ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী এবং কৃষি মন্ত্রণালয় এর নীতি-৩ শাখার উপসচিব মোহাম্মদ ইয়ামিন খান। বারি’র টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিষয়ক উপস্থাপন করেছেন পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী।
কর্মশালায় বারি, ব্রি, বিএডিসি, ডিএই, বিনা, নাটা, এসআরডিআই, ডিএএম, বিজেআরআই এর বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

image_pdfimage_print