Home ব্রেকিং বেনাপোল পৌরসভা নিবার্চনে ২ মেয়রসহ ৬৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

বেনাপোল পৌরসভা নিবার্চনে ২ মেয়রসহ ৬৪ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

44
0
SHARE

মোঃ ফারুক আহম্মেদ : যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা সিনিয়র নির্বাচন কার্যালয়ের মিলনায়তনে বেনাপোল পৌর নির্বাচনের মেয়র ২ জন, পুরুষ কাউন্সিলর ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১৫ জন প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা আনিছুর রহমান প্রার্থীদের প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নৌকা প্রতীক, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান স্বজন মোবাইলফোন প্রতীক পেয়েছেন। এছাড়া ৯টি ওয়ার্ডের সাধারণ আসনে ৪৭ জন প্রার্থী ও সংরক্ষিত আসনে ১৫ জন প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে, ২৫ জুন ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিন মেয়র পদে বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান মিলন তার মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং যাচাই বাছাইয়ে এই নির্বাচনের আরেক প্রার্থী মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসনে উজ্জলের মনোনয়ন ঋণ খেলাপির দায়ে বাতিল করে রিটার্নিং কর্মকর্তা।

এ সময় মেয়র প্রার্থী এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা মিলনায়তনে উপস্থিত ছিলেন। প্রতীক ঘোষণা দেওয়ার পর মিলনায়তন থেকে বেরিয়ে নির্বাচন এলাকায় মেয়র প্রার্থী এবং সমর্থকরা প্রচারণা শুরু করেন।
টানা ২২ দিন প্রচার প্রচারণা শেষে ১৩ বছর পর আগামী ১৭ জুলাই বেনাপোল পৌরসভায় ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন নতুন জনপ্রতিনিধি।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হবে। প্রার্থীদের আচারণবিধি মেনে প্রচারণার অনুরোধ করা হয়েছে।

বেনাপোল প্রতিনিধি

 

image_pdfimage_print