
পরিক্রমা ডেস্ক : এ বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের চলমান কার্যক্রম বিলম্ব ফি ছাড়া ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ১৯ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়।
আজ রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়েছে, ‘বিলম্ব ফিসহ শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি দেওয়ার সময় ২৬ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।’