Home জাতীয় বিজ্ঞান জাদুঘর: শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা সভা

বিজ্ঞান জাদুঘর: শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা সভা

70
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে দোলাইরপাড় উচ্চ বিদ্যালয়, গেন্ডারিয়া, শ্যামপুর; এর শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে ‘ডেঙ্গু বিস্তার রোধে করণীয়’ শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতার আয়োজন করা হয়। গতকাল ২৬ জুলাই ২০২৩খ্রি. অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী এবং ১৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সভায় শিক্ষার্থীদের বলা হয়, এডিস মশা সাধারণতঃ সূর্যোদয়ের আধা ঘন্টার মধ্যে ও সূর্যাস্তের আধা ঘন্টা আগে বেশি সক্রিয় থাকে। তাই এই দুই সময়ে মশার কামড় থেকে সাবধানে থাকতে হবে। ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। পানির ট্যাংক, ফুলের টব, ছাদ, ফ্রিজের নিচে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। স্কুল কলেজে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচী গ্রহণ করতে হবে। জ্বর হওয়ার প্রথম দুই দিনের মধ্যে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে প্লাটিলেটের সংখ্যা এক লাখের কম হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ক্ষুদে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিভিন্ন মতামত ও সুপারিশ উপস্থাপন করে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে ১৪৫ টি ছাতা এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শিশু-কিশোর ও শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আকর্ষণ বৃদ্ধি করতে এবং তাদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বাড়াতে এ কর্মসূচি আয়োজনের লক্ষ্য।”

image_pdfimage_print